সিংড়া কলেজের ভিপি মাসুম, জিএস সুখি
সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
কলেজের কনফারেন্স রুমে সোমবার (৪ জুলাই) দুপুরে এ ফলাফল ঘোষণা করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাসুম আলীকে ভিপি ও উম্মে আমারা ইসলাম সুখীকে জিএস করে ১৩ সদস্যের ছাত্র সংসদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বাকি সদস্যরা হলেন- প্রো-ভিপি রেখা খাতুন, এজিএস নাঈম হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আলিফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ হিমেল, কমনরুম সম্পাদক (ছাত্র) মাহাফুজ আলী, কমনরুম সম্পাদক (ছাত্রী) বৃষ্টি রানী সরকার, সমাজকল্যাণ সম্পাদক শাকিব, ধর্মবিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক সজিব হালদার। উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ৩রা ডিসেম্বর সজিব ইসলাম জুয়েল ভিপি ও বেলায়েত হোসেন জিএস নির্বাচিত হয়।