কাজিপুরের শুভগাছায় হাজার পরিবারে ভিজিএফের চাল বিতরণ
কাজিপুর উপজেলার নদী ভাঙ্গন ও বন্যা কবলিত শুভগাছা ইউপি’র ১ হাজার ৫ টি অসহায় পরিবারে ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকারি ভিজিএফ বরাদ্দের আওতায় চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৫ জুলাই শুভগাছা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আয়তন, লোকসংখ্যা এবং যমুনা নদীর ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্তের তুলনায় বরাদ্দ অপ্রতুল। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেন তিনি। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, তাজ উদ্দিন আহমেদ টিপু, নয়ন, আবু সাইদ প্রমূখ। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের পরিবারে ত্রান সহায়তা দিয়ে থাকে।