শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার: / ৩৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ আগস্ট, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মোঃ মজিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । সোমবার বিকাল ৬টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ পৌর এলাকার রেল লাইনের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে।মো মজিবুর রহমান পৌরসভার দক্ষিণ মেন্দা রেল পাড়ার মৃত আরিফের ছেলে। এর আগে রবিবার রাত ১০ টার দিকে মজিবুর রহমান নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার দিনভর স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে তার নিজ দোকানে কেনাবেচা করেন মুজিবুর রহমান। এদিন দোকান বন্ধ করে তিনি সন্ধ্যায় বাড়িতে যান। পরে রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার বিকাল ৬ টার দিকে রেল লাইনের পাশের পুকুরে মজিবুর রহমানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর