শিরোনামঃ
বেতাগীতে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা সিরাজগঞ্জ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দেড় লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর বাতিল হচ্ছে রিটার্ন অ্যাসেসমেন্ট প্রথা টিসিবির পণ্য আজ থেকে বিক্রি শুরু অর্থনীতির গেম চেঞ্জার মাতারবাড়ী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ড্রোনের মাধ্যমে মনিটরিং বদলে যাচ্ছে পাঠদানব্যবস্থা টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর শার্শায় মাদক মামলায় একজনের ৭ বছরের জেল প্রচার-প্রচারের শেষ দিনে সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের ব্যাপক শোউন ও ভোট প্রার্থনা অবশেষে শার্শা-বেনাপোলে দেখা মিলল কাঙ্খিত বৃষ্টি অবশেষে ‘অবৈতনিক’ হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি সংকটেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল সুদের হার বাজারভিত্তিক করা হবে গভর্নর সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৮ হাজার কোটি টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ

গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার-৪

কলমের বার্তা / ৭৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মী নাজমুল
কে (২১) মারধরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,রংপুর জেলার মিঠাপুকুর থানার বড়বালা গ্রামের আকমল মিয়ার ছেলে শাকিল (১৯), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরী গ্রামের নাসির উদ্দীনের ছেলে কাউসার আহমেদ (১৯),জরুন কোনাবাড়ী এলাকার ওহিদ পালোয়ানের ছেলে মুসাব্বির হোসেন মুসা পালোয়ান (১৯) এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সানি হাওলাদার (২০)।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বোন তানজিনা আক্তারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে
গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানাযায়, ভুক্তভোগী কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বসবাস করিয়া স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন। সেই সুবাদে তাদের সাথে চলাফেরা করিতো। গত ৭ সেপ্টেম্বর তাদের কোন একবিষয়
নিয়ে সাথে কথা-কাটাকাটি হয়।পরে তারা ৮ সেপ্টেম্বর দুপুর একটা সময় ভুক্তভোগীকে বাসা থেকে ডেকে কেয়া কসমেটিক্স এর উত্তর পাশের বাগানের ভিতর নিয়ে যায়।

বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনী ভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এবং সাথে থাকা নগদ ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে তাঁরা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে মূমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তাদেরকে ভোরে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

113


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর