মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি
মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন এ নায়িকা।
মাহি লিখেছেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মা হতে যাওয়ার এই খবরটি জানানোর পর মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মাহি। নিজের মতো করে জানাচ্ছেন অভিনন্দন।
মাহির স্বামীর নাম কামরুজ্জামান রাকিব সরকার। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি ও রাকিব। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করে ছিলেন মাহিয়া মাহি।