নারী ফুটবলে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এক লাফে ৭ ধাপ এগিয়েছে সাবিনা খাতুনের দল।
কাঠমান্ডুতে গত মাসে সাফের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে ১৪০তম স্থানে আছে তারা।
সাফে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জেতে বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরুর পর পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারায় দল। এরপর সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের হারায় ৩-১ ব্যবধানে।
র্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠেছে সুইডেন। জার্মানরা নেমে গেছে তিনে। পরের দুটি স্থানে আছে ইংল্যান্ড ও ফ্রান্স।
দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছে স্পেন। সাতে আগের মতোই আছে কানাডা। দুই ধাপ পিছিয়ে আটে আছে নেদারল্যান্ডস। পরের দুটি স্থানে ব্রাজিল ও উত্তর কোরিয়া।
র্যাঙ্কিংয়ে এবার সবচেয়ে বেশি এগিয়েছে এস্তোনিয়া। ১০ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে আছে তারা।