সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ ১ জন আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। রবিবার (৩০ অক্টোবর) রাতে ২ টা ৪৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,হাটিকুমরুল গোলচত্ত্বরে হাজী ঈমান আলী মার্কেট এর সামনে কালিগঞ্জ হইতে ঢাকা গামী যাত্রীবাহী তয়েজ এন্টারপাইজ অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নয়াটোলা ডি আই বি রোড গ্রামের বাবুলের ছেলে শুভ রহমান (৪৭)কে ১১৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।