বেলকুচিতে জাতীয় যুব দিবস পালিত
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, বেলকুচি থানা (ওসি) তদন্ত শাহিনুর ইসলাম সিদ্দিকি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।