সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে নানিকে কুপিয়ে হত্যার দায়ে নাতি সিয়াম শেখকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার রফিকুল ইসলাম শেখের ছেলে সিয়াম শেখ (২৩)।
আরোও পরুন: http://kolomerbatra.com/শাহজাদপুরে-গলায়-ছুরি-চা/
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম তার নানির বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর নানি ওয়াজেদা খাতুনের সাথে সিয়ামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিয়াম তার নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই বৃদ্ধার মৃত্যু হয়।
আরোও পরুন: http://kolomerbatra.com/সিরাজগঞ্জে-গরু-চুরি-কর/
এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি সিয়ামকে আটক করেন। সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সিয়ামকে যাবজ্জীবন কারাদণ দেন করেন বিচারক।