গোমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর,নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান জয়লাভ করায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর ডাকবাংলোয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা।