বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় পুলিশের সহায়তায় ফাতেমাকে ফিরে পেল বাবা-মা

মোঃ আব্দুল আজিজ - স্টাফ রির্পোটার: / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের চার দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। ফাতেমা গাজীপুর সদর আহসান উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও গাজীপুর জেলার সদর থানার সিংড়াতলী গ্রামের মো: ফরিদ মোল্লা এবং মদিনা আক্তার দম্পতির মেয়ে।

বুধবার (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলামের উপস্থিতিতে এসআই মো: মোরাদ হোসেন শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেন। জানা যায়, মঙ্গলবার বিকালে ৪ টার দিকে উপজেলার হাজী গয়েজ উদ্দিন ফাজিল মহিলা মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অধ্যক্ষ মো: মাইনুল ইসলাম।

এ সময় মাদ্রাসার গেটের সামনে একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল ৮ বছর বয়সি ফাতেমা আক্তার। ফাতেমাকে কান্না করতে দেখে থানায় খবর দেন তিনি। খবর পেয়ে এসআই মো: মোরাদ হোসেন তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ফাতেমা তার নিজের নাম এবং স্কুলের নাম ছাড়া কিছুই বলতে পারছিল না। এসআই মো: মোরাদ হোসেন জানান, গত চারদিন আগে ফাতেমা তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ভুল করে ট্রেন যোগে বড়াল ব্রীজ রেলস্টেশনে এসে নামে।

ফাতেমাকে উদ্ধারের পর বিষয়টি ওসির মাধ্যমে পাবনা জেলার পুলিশ সুপার জনাব মো: আকবর আলী মুন্সিকে অবহিত করি। পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শিশুটির স্কুলের ঠিকানা সংগ্রহ করে সেখান থেকে তার পরিবারের সন্ধান পাই।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, শিশুটির বাবা-মা কে খবর দিলে তারা বুধবার সকালে খানায় আসে এবং দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু ফাতেমাকে তার বাবা ফরিদ মোল্লা ও মা মদিনা আক্তারের হাতে তুলে দেওয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর