বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

কাজিপুরে দুদকের শিক্ষা উপকরণ পেলো শিক্ষার্থীরা

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে শিক্ষা উপকরণ বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

উপজেলা দুর্নীতিরপ্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী। উদ্দীপনামূলক বক্তব্যে বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় সততা সংঘ ও সততা স্টোর গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে। একটি সুন্দর, সুশৃঙ্খল যুবসমাজের ভাবমূর্তির ওপর সমগ্র জাতির নীতি-নৈতিকতার ভবিষ্যৎ নির্ভর করে। দেশের সব প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব প্রাজ্ঞ প্রবীণদের ওপর থাকে। তাঁদের অভিজ্ঞতা, সততা, দক্ষতা এবং ন্যায়নিষ্ঠার ওপর অনেক কিছু নির্ভর করে। প্রতিষ্ঠানের কার্যাবলি বাস্তবায়নের দায়িত্ব যথাযথভাবে পালন করে তরুণ তরুণদের মেধা, শ্রম, দক্ষতা ও সততার বিকাশ ঘটিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে ।যেখানে দুর্নীতি হবে, সেখানেই শান্তিপূর্ণভাবে জোরালো প্রতিবাদ জানাতে হবে। দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, দেশপ্রেম এবং তারুণ্যের অঙ্গীকার জাগ্রত করতে হবে । তরুণ ও যুবকদেরই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তরুণ-তরুণী, যুবক-যুবতীদের প্রত্যয়, দর্শন, প্রত্যাশা ও অঙ্গীকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে সকলকে একমত পোষণ করার আহবান জানান তিনি।
আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সহসভাপতি এস এম নুরুল ইসলাম,আবু হেনা মোস্তফা কামাল রাজা, সদস্য হোসনেরা খাতুন, গাজী আব্দুস সালাম,মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, এস আই নুরে আলম,উপজেলা পরিষদ আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাজমা আক্তারসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।এ সময় দুটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে ১০ টি আইটেমের মা শিক্ষা সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর