বেলকুচিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক শিক্ষা পদক উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির আয়োজনে শেরনগর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খাঁন, পৌর কাউন্সিলর তারেক আহামেদ, ফজলুর রহমান (ফজল) প্রমুখ।