মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই উল্লাপাড়ায় বিএনপি নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান কাজিপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  উল্লাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

বিশ্বব্যাংকের বাজেট সহায়তা ৫০ কোটি ডলার মিলবে জুনে: গভর্নর

রিপোর্টারের নাম : / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে চলতি অর্থবছরের বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলার পাবে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। শ্রীলংকার দুঃসময়ে বাংলাদেশের দেওয়া ঋণ বাবদ ২০ কোটি ডলারও অচিরেই পাওয়া যাবে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সাংবাদিকদের এসব কথা বলেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এখন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তারা সেখানে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

প্রতিনিধিদলটি রোববার সাইড লাইনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদা দুটি বৈঠক করেছেন। ওই বৈঠকে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা বাবদ চলতি অর্থবছরের মধ্যেই ২৫ কোটি ডলার এবং অন্য একটি আরও তহবিল থেকে ২৫ কোটি ডলার মিলে ৫০ কোটি ডলার পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা।

আইএমএফ-এর কাছ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণের মধ্যে প্রথম কিস্তি বাবদ ৪৭ কোটি ডলার গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ পেয়েছে। দ্বিতীয় কিস্তির অর্থও যথাসময়ে পাওয়া যাবে বলে গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে গত মার্চের মধ্যে শ্রীলংকাকে দেওয়া ঋণের অর্থ বাবদ ২০ কোটি ডলার ফেরত পাওয়ার কথা। কিন্তু পাওয়া যায়নি। শ্রীলংকা ইতোমধ্যে আইএমএফ-এর ঋণ পেয়েছে। তারা সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে। গভর্নরের আশা, খুব শিগগিরই এ বিষয়েও ইতিবাচক খবর পাওয়া যাবে। রোববার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক শুরু হয়েছে। এতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ও আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাসহ বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বক্তব্য দেবেন। ওই সভায় শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও অংশ নিয়েছেন। তাদের সঙ্গেও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি বৈঠক হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর