কাজিপুরে গরু চুরি রুখে দিলো থানা পুলিশ, গাড়ি ফেলে পালিয়েছে চোর
কাজিপুরের গাছাবাড়িতে গরু চুরির ঘটনা রুখে দিয়েছে থানা পুলিশ, উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১ টি গরু ও ১ টি ছাগল, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে চোরের দল। থানায় মামলা দায়ের করা হয়েছে, গ্ৰেফতারে তৎপর রয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত আনুমানিক ২ টার দিকে গাছাবাড়ি গ্ৰামে ১ টি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকতে দেখে কাজিপুর থানা পুলিশের টহলরত দলের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চোরের দল গাড়িসহ পালানোর চেষ্টা করে, এ সময় পুলিশ পিছু নিলে গাড়ি ফেলে চোরের দল পালিয়ে যায়। গাড়ি থেকে ১ টি গরু এবং ১ টি ছাগল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায়, চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপর গ্ৰামের মৃত জেলহোসেনের ছেলে শাহজাহানের বাড়ি থেকে গরু ও ছাগল চুরি করেছিলো চোরের দল।
আরো জানা যায় গাছাবাড়ির আজম আলির বাড়ি থেকে দুটি গরু চুরির উদ্দেশে দাঁড়িয়ে ছিলো তারা। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতদের নামে ১৯ জুন থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় এস আই মতিন আহত হন।
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, থানা এলাকায় কোরবানি উপলক্ষ্যে প্রচুর গবাদিপশু লালন পালন করা হয়, গরু চুরি রোধে পুলিশ প্রতিনিয়ত সচেষ্ট আছে, চোরেরা দুটি মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্চামাদি ফেলে গেছে, আমরা চোর ধরতে সচেষ্ট আছি।