বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান

গাজীপুরে হাসপাতাল থেকে শিশু অপহরণ, ২ নারী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতাঃ / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

গাজীপুরে হাসপাতাল থেকে এক শিশুকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারী নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপহরণকৃত এক বছর বয়সী শিশু লাবিব গাজীপুর সদর থানার মাঝিরখোলা এলাকার হামিদা আক্তারের ছেলে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সদর থানার ভোড়া ও পূবাইল থানা এলাকা হতে শিশুকে উদ্ধারপূর্বক ঐ দুই নারীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশী দশাদার গ্রামের সুলতান মিয়ার স্ত্রী সুলতানা(২৬) খাতুন এবং শিশুকে ক্রয় করতে আসা অপর নারী ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট গ্রামের মৃত আনসার মীরের মেয়ে মোছা. ফারজানা আক্তার (১৯)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিদা আক্তার তার দুই ছেলেকে নিয়ে মাঝিরখোলা এলাকায় ভাড়া থাকতেন। গত দেড় মাসে আগে তার বড় ছেলে হাবিব পায়ে ব্যথা পাওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে থাকা অবস্থায় গত বুধবার (১লা নভেম্বর) বোরকা পরা অজ্ঞাতানামা এক মহিলা কৌশলে তার সাথে মিশে তার ছোট ছেলে লাবিবকে শহীদ তাজ উদ্দিন আহমদ হাসপাতালের সার্জারী ওয়ার্ড থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি জিএমপি সদর হাসপাতালে একটি অপহরণের মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারিত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর