রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জীপ গাড়ি প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু বিপুল ভোটে বিজয়ী

রিপোর্টারের নাম : / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ মার্চ, ২০২৪

আজিজুর রহমান মুন্না  সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জীপ গাড়ি প্রতীকের  শামীম তালুকদার (লাবু) বিপুল ভোটে বিজয়ী  হয়েছেন।

শনিবার( ৯ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ  জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে  ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সিরাজগঞ্জ  জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার   মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এতে জীপ গাড়ি প্রতীকের শামীম তালুকদার লাবুকে বিজয়ী ঘোষনা করেন।

সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম পদ্ধতি এর  মাধ্যমে ভোট গ্রহণ করা হয় । সিরাজগঞ্জ  জেলার মোট ৭টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদ, ৮৩ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো  ১১৯৬ জন।  এ উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে থেকে ফলাফল ঘোষণা করা হয়।  এতে  জীপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার (লাবু) ৬৩৪ ভোট প্রাপ্ত হয়ে বিজয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতিক নিয়ে আলহাজ্ব মকবুল হোসেন মুকুল   ৫০৬ ভোট পান।

উল্লেখ্য,  জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন  ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন সম্পূর্ণ  করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর