সলঙ্গায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালন
সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ সভাপতি ফনি ভূষন প্রোদ্দার,সলঙ্গা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আহসান হাবিব আসলাম,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,থানা ছাত্রলীগের (সাবেক) সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক রিপন হাসান,দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ সাব্বির,সলঙ্গা থানা যুবলীগের সদস্য নাসিমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।