স্বাধীনতা দিবসে জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের উদ্যোগে র্যালি
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের উদ্যোগে সিরাজগঞ্জ শহরে র্যালি প্রদর্শন শেষে শহিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও মোনাজাত করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সিরাজ শহর এস.এস. রোডস্থ জনতা ব্যাংক পিএলসি তে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করার পর শহরে এক বণার্ঢ্য র্যালি প্রদর্শন করার পুষ্পস্তবক অর্পণ করেন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, কর্পোরেট শাখা সহকারী মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির সহ সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা- কর্মচারী ও সি.বি. এ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।