রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রাসার ছাত্রকে হত্যা, লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের ৭ দিনের মাথায় সেপটিক ট্যাংক থেকে মারুফ হাসান (১২) নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রাম ও বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংকে লাশটি শনাক্ত করা হয়। এর আগে, গত শুক্রবার (৫ এপ্রিল) ঝুরঝুরি গ্রাম থেকে অপহরণ হয় মারুফ। মারুফ ওই গ্রামের মো: মোশারফ হোসেন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মারুফ পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব। তারা জানায়, মারুফকে তারা হত্যা করেছে এবং ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গত শুক্রবার বেলা ৩টায় পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয় সে। ওই দিনই মারুফের বাবা তাড়াশ থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়। এক পর্যায়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব।

র‍্যাব-১২ অধিনায়ক মো: মারুফ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে সম্পৃক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর