বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারনের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৫ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক বরগুনার হেদায়েত উল্লাহ্

বেনাপোলে মাদক সহ বিভিন্ন অপরাধের ১৬ আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ মে, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি– বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ ০১, ২৪ পুরিয়া হেরোইন সহ ০১, সাজাভুক্ত আসামী ০২ এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২সহ সর্বমোট ১৬ (ষোলো) জন আসামী গ্রেফতার।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,শনিবার(২৫ মে) গোপণ তথ্য পেয়ে রাত ১১ টার দিকে এবং ২৬ মে রবিবার সকালের দিকে থানার একটি চৌকষ পুলিশ দল পৃথক অভিযান পরিচালনা করে আদালতের আদেশ বার্তায় উল্লেখিত সাজাভূক্ত ০২ আসামী,গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ আসামী এবং হেরোইন ও গাঁজা সহ ০২ জন,সর্বমোট ১৬ জন আসামী কে গ্রেফতার করে।

বেনাপোল পৌর এলাকায় অবস্থিত জিএম গোডাউন নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী আঃ সালাম (৪৭), পিতা-নুর মোহাম্মাদ, সাং-ধান্যখোলা (দক্ষিণ পাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা।

অপর ধৃত আসামী মোঃ রাজু আহমেদ (৩২), পিতা-মোঃ আলম হোসেন, সাং-দিঘীরপাড়, এ/পি সাং-বেনাপোল (হাসপাতাল পাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় নামক স্থান হতে ০২ গ্রাম ওজনের ২৪ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮০০/-(চার হাজার আটশত) টাকা।

এ বিষয়ে থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়।

অপরদিকে,
সাজা পরোয়ানা ভুক্ত-১। সিআর-১৯৯৩/২১ এর আসামী মোঃ সুরুজ মিয়া (৫০), শ্বশুর-রমজান আলী, সাং- বেনাপোল কলেজ এর সামনে। ২। এসটিসি-২৭৭/১১ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মনির, পিতা-মৃত নুরো, সাং-দিঘীরপাড় বেনাপোল।

এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীগণ-
১। জিআর-২৩৪/২০ এর আসামী মোঃ সালাম (৪৬), পিতা-নুর ইসলাম, সাং-ধান্যখোলা, ২। জিআর-৬৬/১৭ এর আসামী মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলো (৩৫), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-বারপোতা, ৩। জিআর-৯৩/২১ এর আসামী মোঃ ইকবাল হোসেন (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর মোড়ল, সাং-নারায়নপুর, ৪। জিআর-২৪৪/১৫ এর আসামী মোঃ গোলাম রহমান ওরফে খোকন (৪৫), পিতা-মৃত পুটে মালিখা, সাং-গয়ড়া বাওড়কান্দা, ৫। জিআর-২৫৯/১৯ এর আসামী মোঃ সোবাহান (৪০), পিতা-মৃত রফি মোড়ল, সাং-ভবেরবেড়, জনৈক মোহাম্মাদ আলীর বাড়ির পাশে,৬। জিআর-১৭৪/১৭ এর আসামী মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা-মৃত জুলহাস হোসেন, সাং-কাগমারী (কাগজপুকুর), ৭। জিআর-৫২১/২০ এর আসামী রেজওয়ান হোসেন (২১), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-সাদিপুর, ৮। জিআর-২৮৬/২১ এর মোঃ মইন উদ্দিন ওরফে ময়না (২০), পিতা-শুকুর আলী, সাং-ভবেরবেড়, ৯। জিআর-২৮৩/১৮ এর আসামী মোঃ রকি, পিতা-মোঃ জামাল হোসেন, সাং-দিঘীরপাড়, ১০। জিআর-৩৬৯/১৬ এর আসামী মোঃ তাইজুল ইসলাম ওরফে তাইজেল (২৫), পিতা-মৃত আঃ মোতালেব ওরফে মতলেব, সাং-বড় আঁচড়া মাঠপাড়া, ১১। জিআর-৩৮/২২ এর আসামী মোঃ সাগর হোসেন ওরফে হৃদয় (২৪), পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-বড় আঁচড়া। ১২। জিআর-৪৯২/২৩ এর আসামী মোঃ সালাম (৪৬), পিতা-নুর ইসলাম, সাং-ধান্যখোলা থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানিয়েছেন-“সীমান্তবর্তী অত্র থানাধীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান রোধে যশোর জেলার সম্মানিত আদালতের বার্তা এবং গোপণ তথ্যের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মাদক কারবারীদের মাদক সহ পৃথক অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হই”।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর