সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

৭ দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুন, ২০২৪

সাত দিন ঈদের ছুটির পর দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন। কুদরত ই খুদা মিলন জানান, গত ১৫ জুন শনিবার থেকে ২১ জুন পর্যন্ত ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সব আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখা হয়েছিল।

শনিবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অমৃত অধিকারী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বন্ধের পর আমদানি-রপ্তানি চালু হলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর