রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

যে কোনো মূল্যে প্রতিহত করা হবে:কাজিপুরে যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ সমাবেশ 

রিপোর্টারের নাম : / ৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ জুন, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনা নদীর পশ্চিম তীরবর্তী স্থান থেকে বিপজ্জনকভাবে অবৈধ বালু উত্তোলনে নদী ভাঙ্গনের কবলে পড়তে পারে ৩ টি ইউনিয়নের দশের অধিক গ্ৰামের বাসিন্দারা। এমন শংকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গত ২৯ জুন পার্শ্ববর্তী সদর উপজেলার রতনকান্দি হাট খোলায় প্রতিবাদ সভার আয়োজন করে রতনকান্দি ইউনিয়নবাসী। সভায় কাজিপুর উপজেলার গান্ধাইল, শুভগাছা, সদর উপজেলার রতনকান্দি, ছোনগাছা ও বাগবাটি ইউনিয়নের সহস্রাধিক জনসাধারণ উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। তিনি বলেন, যমুনা নদীর ভাঙ্গন থেকে এলাকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, নির্ধারিত জায়গা থেকে বালু তুলতে হবে, দিনে তুলতে হবে রাতে নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দিতে হবে, বাঁধা দিতে গেলে মামলা করে এবার মামলা করলে হামলা করা হবে, কোনো রকম ছাড় দেয়া হবে না, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জনসাধারণকে ঐক্যের ডাক দেন তিনি। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, রতনকান্দি ইউনিয়নে ২ জন এমপি, একজন জেলা পরিষদ চেয়ারম্যান ও একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের পৈতৃক নিবাস এবং বসবাস,  এলাকা না থাকলে রাজনীতি কোথায় করবেন, জনপ্রতিনিধির নেতৃত্বে নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সরকার শত শত কোটি টাকা খরচ করে যমুনা নদীর পশ্চিম তীর সংরক্ষণ করেছে, নদী ভাঙ্গন রোধ হয়েছে, নতুন নতুন চর জাগছে,  এলাকার মানুষ নতুন করে বাঁচতে শিখছে, চোখের সামনে কয়েক মাইল গ্ৰাম বসতি নদীতে বিলীন হতে দেখেছি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না, যেকোনো মূল্যে প্রতিহত করা হবে, এলাকার আপামর জনসাধারণ এবং সচেতন মহল এই বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সোচ্চার থাকবো, প্রশাসন অবশ্যই সুনজর দিবেন। সভায় আরো বক্তব্য রাখেন, চিলগাছা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিন্টু , শিক্ষক জাহাঙ্গীর আলম তারেক, রতনকান্দি ইউপি সদস্য রফিকুল ইসলাম দুল্লা, শুভগাছা ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ারুল ইসলাম মাশু, সাবেক সদস্য শফিকুল ইসলাম, শুভগাছা গ্ৰামের মল্লিক, বাহুকা গ্ৰামের আব্দুস সালাম মন্ডল, সাবেক ছাত্রনেতা আশিক ইমরান প্রমূখ।

উল্লেখ্য, বেশ কিছু দিন যাবত শুভগাছা ইউনিয়ন পরিষদের একাধিক জনপ্রতিনিধির নেতৃত্বে যমুনা নদীর পশ্চিম তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত মামলা রুজু করার পরও বালু উত্তোলন চলমান থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, এরমধ্যে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা আরো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিবাদে গত ২৭ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন কয়েক গ্ৰামের স্থানীয় বাসিন্দারা। এ ধারাবাহিকতায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর