উল্লাপাড়ায় শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুই শতশিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন,সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর।
পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসী রাবেয়া বসরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর,বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু।