বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান

ঋণগ্রস্থ থাকায় শিশু তামিমকে অপহরণ,১০ লাখ টাকা মুক্তিপণ দাবি- অথপর হত্যা

রিপোর্টারের নাম : / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
ঋণগ্রস্থ থাকায় শিশু তামিমকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হাসান মিয়া ও সাগর মিয়া নামে দুই অপহরণকারী। পরে তাদের ভাড়া বাসায় নিয়ে বাথরুমের ভিতর দড়ি দিয়ে হাত ও পা বেধে মুখে স্কচটেপ পেঁচিয়ে আটক করে রাখে এবং মুক্তিপণের বিষয় নিয়ে উভয়ের মধ্যে  সলাপরামর্শ হয়। সলাপরামর্শের একপর্যায়ে শিশু  তামিম তাদের  পূর্ব পরিচিত হওয়ায় মুক্তিপণ পেলেও সে তার বাবাকে উক্ত ঘটনা জানিয়ে দেয়ার ভয় থেকে ওই রাতেই আনুমানিক  ৮ টার  সময় বাথরুমের ভিতর আসামী সাগর শিশুর পা চেপে ধরে এবং অপর আসামী হাসান শিশুর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। পরে লাশটিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়া এলাকার জাহের আলীর বাড়ির পূর্বপাশে কলাবাগানের ভিতরে অত্যান্ত সু-কৌশলে রাতের আধারে লাশ গুম করে। এঘটনার পর হাসান নামে এক অপহরণকারী তামিমের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এঘটনায় গেল শুক্রবার রাতে র‍্যাব-১ ও র‍্যাব- ১৪ এর যৌথ অভিযানে ময়মনসিংহ থেকে মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করে।
শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টার সময় র‍্যাব-১ এর সদর দপ্তরে সহকারী পুলিশ সুপার,সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাউরিতলা গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২০) একই জেলার ইস্কান্দার মিয়ার ছেলে সাগর মিয়া (২২)।
নিহত সানজিদুল হক তামিম ( ৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার নাজমুল হোসের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
র‍্যাব জানায় দুই অপহরণ কারী তামিমের বাবার প্লাস্টিকের ববিন কাটার গোডাউনে চাকুরী করতো। তারা ঋণগ্রস্থ ছিল বিধায় মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। গেল ৭ জুলাই সন্ধ্যা সময় হাতি দেখানোর কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় শিশু তামিমকে। পরে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি। পরবর্তীতে তামিমের পরিবার টাকা দেওয়ার জন্য পুলিশের সহায়তায়  গেল ৮ জুলাই  আসামীদের দেওয়া ঠিকানা অনুযায়ী ময়মনসিংহ বাইপাস এলাকায় যায়। কিন্ত আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে সাক্ষাৎ না করে সুকৌশলে পালিয়ে যায়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশু সানজিদুল হক তামিমকে হত্যার কথা শিকার করে।
র‍্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত সানজিদুল হক তামিম এর বাবা-মা 
উল্লেখ্য গেল ৭ জুলাই নিখোঁজ হয় ৬ বছরের শিশু সানজিদুল হক তামিম। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে না পেয়ে জিএমপি কোনাবাড়ী থানায় একটি সাধণ ডায়েরি করেন শিশুটির বাবা। পরে গেল ১০ জুলাই দুপুর সাড়ে ১২ টার সময় কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়া জাহের এর বাড়ির পাশে কলাবাগান অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তামিমের ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে তামিমের বাবা বাদি হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর