কাজিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের শোক মিছিল
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শোক দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শোক মিছিল ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগষ্ট শনিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত করমসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তানভীর শাকিল জয়।
আলোচনা সভায় তিনি বলেন, কোটা আন্দোলনে সাধারণ ছাত্রদের কাঁধে ভর করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। জননেত্রী শেখ হাসিনা সকল দাবি মেনে নেয়ার পরও জ্বালাও পোড়াও হত্যা চলমান আছে। আজ দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় কাজিপুরের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি মসজিদ মাদ্রাসায় দোয়া ও মোনাজাত কর্মসূচি অনুযায়ী পালনের পরামর্শ দেয়া হয়।