কার্যক্রম শুরু করেছে কাজিপুর থানা পুলিশ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ছয় দিন পর পুলিশি কার্যক্রম শুরু করেছে কাজিপুর থানা। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে সারাদেশেরন্যায় কাজিপুরেও থানা পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১২ আগষ্ট সোমবার থেকে সবার জন্য পুলিশি সেবা শুরু করা হয়। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম
নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষের নির্দেশে সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। এ দিন থানা হতে উপজেলার চালিতাডাঙ্গা, শিমুলদাইড়, সোনামুখী বাজার, উদগাড়ী বাজার, গান্ধাইল ও সিমান্তবাজার, কাজিপুর সদর, পৌর এলাকা, নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়। এ সময় তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও এদিন একটি অভিযোগ জমা হয় থানায়।