সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল পরিবহন কালে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জঙ্গী,সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী,জুয়ারি,মাদক ব্যবসায়ী,খুন ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ২ টার দিকে র্যাব ১২’র অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর
দিকনির্দেশনায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদক পরিবহন কালে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী, কুড়িগ্রামের ভরুঙ্গামারী থানার বাগভান্ডার গ্রামের লাভলু মিয়া’র ছেলে (বাসের সুপারভাইজার) আব্দুল্লাহ আল মামুন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।