মহান বিজয় দিবস উপলক্ষে সলঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য র্যালী
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে সলঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য র্যালী।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সলঙ্গা চরবেড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সলঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের একটি র্যালি বাহির হয়ে সলঙ্গা বাজারের বিভিন্ন গলি প্রদর্শন করে সলঙ্গা ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়।
পরে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকবাল বাহার জালাল,সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,যুগ্ম সম্পাদক আব্দুল মমিন, সলঙ্গা থানা বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি আনোয়ার ইসলাম জিন্নাহ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনিছুর রহমান আনছার,সলঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা,সদস্য সচিব শরিফ আহমেদ,সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল ইসলাম,সলঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নূর নবী ইসলাম,সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, যুবদলের ফরিদুল ইসলাম,সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমূখ।