শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

কোনাবাড়ী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর রশীদ মামুন

নিজস্ব প্রতিবেদক / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাসীসহ দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও মহানগরীর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন।

তিনি বলেন,বছর ঘুরে ১১টি মাস অতিক্রম করে আমাদের জন্য আল্লাহ বরকতময় মাস রমজান উপহার দিয়েছেন। তার সাথে সেই উপহারের মধ্যে আমরা ত্যাগের শিক্ষা পাই। সেই শিক্ষাকে
আমাদের কাজে লাগানো উচিত। তিনি আরো বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় আমাদের নিয়োজিত রাখতে হবে। এজন্য তিনি বিত্তবানদের সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে
দাঁড়ানোর আহবান জানান।

বিএনপি এই নেতা বলেন,ফ্যাসিস্ট সরকারের পতনের পর এইবার সারাদেশের বিএনপি নেতা কর্মীরা তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎযাপন করবে। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গায়েবি মামলায় বিএনপি নেতা কর্মীরা এলাকায় থাকতে পারতো না।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়ে বিএনপি এই নেতা বলেন,আল্লাহ যেন আমাদের মমতাময়ী নেত্রীকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর