কাজিপুর ১ মামলায় ১১ জন আটক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে দায়ের হওয়া একটি মামলায় ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার গ্রেপ্তারের পর তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আটককৃরা আদালতে দায়ের হওয়া একটি মামর আসামি , তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো, বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র নুরুল ইসলাম (৬৫), মৃত নিজাম আকন্দের পুত্র মোকসেদ আলী, শামসুল হকের পুত্র মোহাম্মদ আলম মিয়া (২৫), মোকলেছুরের পুত্র রিপন মিয়া (৩৩), মৃত আবু বক্করের পুত্র নাজির হোসেন (৫৮) শামসুল হকের পুত্র মোঃ সোহেল রানা (৩০),মৃত আব্দুল জব্বারের পুত্র শামসুল হক (৬৫), আবু বক্কারের পুত্র লুৎফর রহমান (৬০), শামসুল হকের পুত্র মোঃ জুয়েল রানা (২৮) মৃত নিজাম আকন্দের পুত্র মোখলেসুর রহমান (৫৮) ও মোঃ মন্টু মিয়া (৫০)।
জানা গেছে, হরিনাথপুর সকাল বাজারে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় গত ১৬ জানুয়ারী স্থলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের পুত্র বাদশা মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। কাজিপুর থানা পুলিশ গত ১৬ মার্চ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।