শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবী কাজিপুর বিএনপির সহযোগী সংগঠনগুলোর

রিপোর্টারের নাম : / ১৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে মনোয়নের দাবী জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদল, তাঁতীদল মৎস্যজীবী দল, ওলামাদল, মহিলা ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যৌথসভায় নেতাকর্মীরা এ দাবী জানান। উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনজুর রশিদ রানা, যুবদলের সদস্য সচিব মজিবুর রহমান লেবু, উপজেলা সেচ্ছাসেবক দলে আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব, এসএম শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু, কৃষকদলের সাধারণ সম্পাদক একে ফজলুল হক মুনজু সরকার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ওলামাদলে আহবায়ক মোঃ বক্কার, সদস্য সচিব মজনু, উপজেলা তাঁতীদলের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোন হাইব্রিড নয় বরং যারা দলেল দুঃসময়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন ও কর্মীদের পাশে থেকেছেন এবং জনবান্ধবন এমন নেতাকে যেন কাজিপুর আসন থেকে মনোনয়ন দেয়া হয়। ত্যাগী নেতা মনোনয়ন পেলে ত্যাগী কর্মীরা মূল্যায়ন পাবে।

বক্তারা কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজাকে ত্যাগী ও কর্মীবান্ধব নেতা উল্লেখ করে সেলিম রেজাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। যৌথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ধানের শীষের পক্ষে মিছিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর