অসহায় পরিবারে ভ্যান গাড়ি প্রদান করলো ভয়েস অফ কাজিপুর
কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের দোয়েল গ্ৰামের আঃ রশিদের ছেলে আক্তার হোসেন ঢাকায় রিক্সা চালিয়ে বৃদ্ধ বাবা-মা, ৩ ভাই-বোন ও ২ সন্তানের সংসার চালাতেন। পরিবার উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বেশ হিমশিম খাচ্ছিলেন, প্রতি মাসেই বেড়ে চলেছিলো দেনার বোঝা। উপায়ান্তর না দেখে চলে আসেন গ্ৰামে পরিবারের কাছে। কৃষিকাজ থেকে সামান্য কিছু আয়ে সংসারে অভাব রেখা আরো স্পষ্ট হয়ে উঠতে থাকে, কৃষিকাজের ফাঁকে যদি কিছু উপার্জন করা যায় এই ভাবনা থেকে যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ কাজিপুরের সংশ্লিষ্টদের সঙ্গে। সংগঠনটি অসহায় অথচ কর্মক্ষম বিবেচনা করে আক্তারের পাশে দাঁড়িয়েছে। গত বুধবার ২৬ এপ্রিল বিকেলে মারকাস মসজিদ প্রাঙ্গনে আক্তারের হাতে ব্যাটারি চালিত একটি নতুন রিক্সা ভ্যান হস্তান্তর করে তারা। আবেগ আপ্লুত আক্তার জানান, তার পরিবার পরিজনদের দেখভাল করতে আর তেমন সমস্যা হবেনা।
ভয়েস অফ কাজিপুরের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, সমাজের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পরা হতদরিদ্র অসহায় পরিবারের পাশে তার সংগঠন বিভিন্নভাবে রয়েছে, জীবন জীবিকায় যারা পিছিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের জীবন মান উন্নয়ন ঘটছে, আমরা নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করছি।
এসময় সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।