শিরোনামঃ
আশা জাগাচ্ছে বায়ুবিদ্যুৎ ডিসেম্বরে ঘুরবে ট্রেনের চাকা মূল্যস্ফীতি হ্রাসে ব্যাংক থেকে ঋণ কমাতে চায় সরকার বদলে যাবে হাওরের কৃষি বাংলাদেশে নতুন জলবায়ু স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্প চালু যুক্তরাষ্ট্রের ‘তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ৩ জন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে’ অস্বস্তি কাটিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা উঠে যাচ্ছে ভূমি অধিগ্রহণ জটিলতা দূর ৫০০ একর খাসজমি বরাদ্দ স্বাধীনতাবিরোধীদের পদচিহ্নও থাকবে না: রাষ্ট্রপতি আজ জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  কাজিপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো -ধান চাউল সংগ্রহ এর উদ্বোধন আদিতমারীতে ধান-চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শিশু নিবির হত্যা মামলায় গ্রেফতার আরেক শিশু বেনাপোল সীমান্তের চোরা পথে ভারতে যাবার সময় মিয়ানমার নাগরিকসহ আটক-৪ বিয়েতে রাজি না হওয়ায় আত্নহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা সিরাজগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রুবেল চৌধুরি দিনাজপুর সংবাদদাতা,

আমবাড়ীতে দাম বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যসহ প্রসাধনী সামগ্রীর

কলমের বার্তা / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

দিনাজপুরে পার্বতীপুরে আমবাড়ীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে সাবান, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট, ডিটারজেন্টসহ অন্য সব কসমেটিক্স পণ্যের দাম বেড়েছে। বর্তমান বাজার সংস্কৃতিতে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির মধ্যেই প্রসাধনী পণ্যের দাম বাড়ায় আরো বিপাকে পড়েছেন ক্রেতারা।

আমবাড়ী ব্যবসায়ী আজিজুল জানান, তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে লাগামহীনভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষসহ সর্বস্তরের মানুষের জীবন চালানো দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের আয় বৃদ্ধি না হলেও ব্যয় বেড়েছে কয়েকগুণ।

আমবাড়ী এলাকার বাজারগুলোতে এখন চাল, ডাল, আটা, তেল, চিনি থেকে শুরু করে সব ভোগ্য পণ্যের দামই চড়া। প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে। বেড়েছে শিক্ষা উপকরণের দামও। ক্রেতারা জানান, গায়ে মাখা ১০০ গ্রাম সাবানে বৃদ্ধি পেয়েছে ১০-১৫ টাকা। আগে যে সাবান ৩৫ টাকায় পাওয়া যেত সে সাবান এখন ৫২-৬০ টাকা বিক্রি করা হচ্ছে। বাজারে বেড়েছে কাপড় ধোয়ার গুড়ো সাবানের দাম। আগে ১ কেজি গুড়ো সাবান ৯৫ টাকায় পাওয়া যেত। এখন বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়। বেড়েছে কাঁচা সাবানের দামও প্রায় প্রতিটি বল সাবানে ৮ টাকা করে বেড়েছে। ২০০ গ্রামের সব ধরণের শ্যাম্পু ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২৫-২৩০ টাকা। টুথপেস্টের দামেও ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। এখানেও ৩০-৪০ টাকা বেড়েছে।

বিক্রেতারা বলেন, আগের দামে পণ্যের অর্ডার দেয়া যাচ্ছেনা। আগের চেয়ে ২০-২৫ টাকা বেশি দিয়ে নতুন পণ্য কিনতে হচ্ছে তাদেরকে। সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য ও অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি টয়লেট্রিজ সামগ্রী ও ঘর পরিস্কার রাখার উপকরণের দামও বেড়েছে।

দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা সভাপতি মাসউদ রানা বলেন, এসব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা প্রয়োজন।

 

78


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর