আমাদের গ্রাম
ছোট্ট হলেও গ্রামটা আমাদের মায়া মমতায় ভরা
চারদিকে ঘেরা সবুজ শ্যামল শস্যে ভরা মাঠ
সপ্তাহে দুই দিন বসে আমাদের গায়ে হাট ।
এই গ্রামে আছে একটি বড় ঈদগাহ মাঠ
খেয়া পারাপারে নামকরা জগতলা গুদারা ঘাট ।
যমুনা নদী বয়ে গ্রামকে করেছে আরো সুন্দর
সোনার ফসল ফলে মাঠে ভূমি খুবই উর্বর ।
সবাই থাকে মিলেমিশে নাহি কভু হিংসা ভেদাভেদ ,
এই গ্রামেই জড়িয়ে আছে আমার
রঙ্গিন শৈশব জানি কখনো ফিরে পাবো না হারানো দিন ঐসব ।
তবু যে আমার প্রেম কমে না এই গ্রামের প্রতি
হাজার বছর থাকবে অটুট আমার গ্রামের স্মৃতি ।
সবুজ ঘাসেতে ভরা মাঠ ঘাট দেখতে লাগে বেশ
তবু গ্রাম যে আমার দেখা হয় না শেষ ।
লেখক:
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর