উল্লাপাড়ায় কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ হাজার ৬ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের চারা রোপণের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি বোরো উফশী প্রনোদনা কর্মসূচির আওতায় সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এসব দেওয়া হয়।
এতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো উফশী প্রনোদনা প্রতি জন কৃষককে ৫ কেজি বীজ,১০কেজি ফসফেট,১০কেজি পটাশ সার বিতরণ করা হয়।
এসময় কৃষি বিভাগের সংশ্লিষ্টরাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। বিশ্ব ব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে। সরকার বিনামূল্যে যে সার ও বীজ দিচ্ছে এটাকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।