বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম : / ৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুরে প্রোগ্ৰাম অন এগ্ৰিকালচারাল এন্ড রুরাল ট্রানসফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত কংগ্রেসে কৃষক, কৃষাণি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বুধবার ৭ মে, কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্র প্রদান, কৃষিতে যান্ত্রিক গুরুত্ব, নিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি। কৃষক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা, প্রশিক্ষক, উৎপাদন বৃদ্ধি, এবং বিপণনের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে নিরবিচ্ছিন্ন কৃষি সেবা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন ও সেবা প্রদান অব্যাহত রাখাসহ প্রোগ্রামের বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে আলোকপাত করা হয়। প্রোগ্রামটি বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে।

পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মশকর আলী, বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ,

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ। আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল ইসলাম প্রমূখ। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম এবং কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আঃ জলিল, ও সাংবাদিক মিজান রহমান, বীর মুক্তিযোদ্ধাসহ কৃষক ও কৃষাণিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর