কাজিপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা
গোলাম কিবরিয়া খান, কাজিপুর সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সন্ধায় হিন্দু পাড়াস্থ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন।
বক্তব্যে তিনি শুভগাছা ইউনিয়নে স্থায়ী ভাবে বসবাসকারী প্রায় ৩৫০ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের ও ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখার আহ্বান জানান, হিন্দু মুসলমান ভাই ভাই সম্পর্কের মাঝে কোনো উৎপাত যেনো না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন, এবং উৎপাত কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন, এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজা অতি সন্নিকটে উল্লেখ করে সফল আয়োজনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শুভগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি মেম্বার আবু সাইদ, হিন্দু সম্প্রদায়ের মংলা চরণ হাওয়ালদার, পচু রাম হাওয়ালদার প্রমূখ।
১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মতবিনিময় সভা সঞ্চালনা করেন। সভায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সমাজ সচেতন ব্যক্তিসহ কয়েক শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্ৰাম প্রায় ৩৫০ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের আদি নিবাস। বংশ পরম্পরায় এরা মৎস্যজীবী। যুগের পর যুগ ধরে তারা মুসলমান অধ্যুষিত এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছে।