মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরগদখালীতে মহাসড়কের পাশে ফুল বেচাকেনায় নিষেধাজ্ঞা ভাঙ্গুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু  হলোখানায় প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতাসহ গ্রেফতার-৩ বেনাপোল পোর্ট থানার অভিযানে সুমন হোসেন হত্যা মামলা আসামি গ্রেফতার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ কাজিপুরে বেপরোয়া ট্রাকে দুর্ঘটনা  ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে রেজাউল নামের একজনকে জখম বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন

কাজিপুরে হার্ট অ্যাটাকে মারা গেলেন পুলিশ সদস্য

রিপোর্টারের নাম : / ৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ জুন, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১ জুন বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কাজিপুর থানা অফিসার ইনচার্জ। থানা সুত্রে জানা যায়, গত ১/৬/২৪ শনিবার কাজিপুর থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন, বিকেল ৩ টার দিকে হটাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন ৪.২৫ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন জানান, বুকে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন, চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যু বরণ করেন। প্রাথমিকভাবে বিভিন্ন টেস্টে তার হার্টে সমস্যা ছিলো নিশ্চিত হওয়া গেছে। কাজিপুর

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মৃত এ এস আই আব্দুর রাজ্জাক পরিশ্রমী ও সৎ সদস্য হিসেবে পরিচিত ছিলেন, তার মৃত্যুতে কাজিপুর থানায় শোকের আবহ বিরাজ করছে, এ সময় তিনি সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

নিহত আব্দুর রাজ্জাক পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। মৃত আব্দুর রাজ্জাক গত ০৭/০২/২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন। এবং পরবর্তীতে এ এস আই হিসেবে পদোন্নতি পান, গত ২৩/০৮/২০২০ সালে কাজিপুর থানায় যোগদান করেন তার বিপি নম্বর ৮১০২০৭৩৩৮৮। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন কাজিপুর থানা পুলিশে কর্মরত সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর