শিরোনামঃ
তাপদাহ উপেক্ষা করে ফসল কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশের হাইব্রিড ধানবীজ বেতাগীতে তীব্র গরমে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ  হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী ঢাকাকে পরিবেশ বান্ধব সুন্দর শহরে রূপান্তরিত করা হবে : রাজউক চেয়ারম্যান মে দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশ এর র‍্যালী ও আলোচনাসভা নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির ধান উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার যতবার সরকারে এসেছি শ্রমিকদের মজুরি বাড়িয়েছি: প্রধানমন্ত্রী বেসিস নিয়ে আব্দুল আজিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার কারচুপি বরদাস্ত করবে না প্রশাসন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ অপরিহার্য -উপাচার্য ড. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন টঙ্গীতে পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার-৮ চতুর্থ দিনেও ঢাকার জনগণের মাঝে হাবিব হাসান শাহজাদপুরে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ  উদ্ধার 

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:

কাজিপুরের চরগিরিশে জমি সংক্রান্ত শত্রুতার জেরে একাধিক মিথ্যা মামলার অভিযোগ

কলমের বার্তা / ৩৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ মার্চ, ২০২৩

কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্ৰামে পরিবারিক জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ১০ দিনের ব্যবধানে একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে হরমুজ ব্যাপারী ও নুরুল ইসলাম নামের সহদরের বিরুদ্ধে। তারা ছালাল গ্ৰামের মৃত আফজাল শেখের পুত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে মোকাম-কাজিপুর থানা আমলী আদালতে হরমুজ ব্যাপারী (৫০) বাদী হয়ে ৬ জনকে আসামি করে রুজুকৃত মামলা সূত্রে জানা যায়, গত (২৪ ডিসেম্বর) তারিখে হরমুজের দখলে থাকা ২ একর জমিতে রোপণকৃত ইরি ধানের চারায় বিষ প্রয়োগ করে ২ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং পূর্ব থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় গত ৮ মার্চ বিবাদী শাহজাহান আলী, বাদশা মিয়া, হোসেন আলীসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ জন এবং স্থানীয়রা ধান ক্ষেত পরিদর্শন শেষে মন্তব্য করেন যে, ধানের চারা সতেজ আছে, বিষ প্রয়োগ হলে ধানের চারা বিনষ্ট হয়ে যেতো।

গত ৫ মার্চ ২০২৩ ইং তারিখে একই আদালতে দায়েরকৃত মামলার বাদী নুরুল ইসলাম (৫২), পূর্বের মামলার বাদীর আপন ভাই, পিতা মৃত আফজাল শেখ, গ্ৰাম ছালাল। আসামী ১০জন এবং সাক্ষী ৬ জন। মামলা সূত্রে জানা গেছে, গত ০৪/০৩/২০২৩ ইং তারিখ সকালে বাদীর ভাই ভিকটিম হরমুজ আলী কন্টকী জমির ধানের চারায় সেচ দিতে গেলে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে গরু জবাইয়ের ছুরি, লোহার রডসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন চালিয়ে হরমুজ আলীর মাথায় ডান পাশে রক্তপড়া কাঁটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে চিকিৎসাধীন আছেন। জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: শামীমুল তাকে সেবা দেন।

এই মামলার প্রেক্ষিতে ভুক্তভোগী আসামী দুলাল (৫৫), এজবার (৪০), শাহজাহান (৩০), বাদশাসহ স্থানীয়রা জানান, জমিতে পানি দিতে এসে হরমুজ আলী প্রতিপক্ষের বৌ-ঝিদের সাথে অশালীনভাবে গালিগালাজ করে। পরনের লুঙ্গি উঁচিয়ে মহিলাদের সাথে অশ্লীল আচরণ করে।
্অশালীন কার্যকলাপ ও অশ্লীল কথাবার্তায় ক্ষিপ্ত হয়ে মহিলা ও কিশোররা হরমুজকে গাছের সাথে বেঁধে রাখলে স্থানীয় মুরব্বিদের সহায়তায় সে অক্ষত অবস্থায় ছাড়া পায়। সে সময় আসামিরা কেউ বাড়িতে ছিলোনা। এ মামলায় ২ নং সাক্ষী আহম্মদ আলী (৫৫) এবং ৩ নং সাক্ষী কানু মিয়া বলেন, আমরা হরমুজকে বাঁধন খুলে মুক্ত করি, মুক্ত হবার সময় তার মাথায় কোনো জখমের চিহ্ন দেখিনি। কাঁটা জখম থাকলে রক্তপাত হতো। ভুক্তভোগী আসামিরা আরো জানায়, প্রতিপক্ষ তাদের আত্মীয়, আইন অনুযায়ী পারিবারিক জমি ভাগবাটোয়ারা হয়েছে, এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই, মালিক অনুযায়ী জমি দখলে আছে, বাদী পক্ষ মামলাবাজ, ইতোপূর্বে তারা হিংসাত্মকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ৭ ধারায় মামলা করেছিলো, তারা পরাজিত হয়েছে। এ বিষয়ে পার্শ্ববর্তী মনসুর নগর ইউ পি সদস্য আলী আশরাফ জানান প্রতিপক্ষের ক্ষতি ও হয়রানির উদ্দেশ্যে এই মামলাগুলো হচ্ছে। চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মালেক জানান, বিষয়টি অবগত আছি, দুপক্ষ রাজি থাকলে সামাজিকভাবে মিমাংসা সম্ভব। চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক জানান, মামলার আগে দুপক্ষ যোগাযোগ করেনি, আদালত যদি ইউনিয়ন পরিষদের উপর দায়িত্বভার দেয় তবে কার্যকরী ব্যবস্থা নেয়া যাবে। এ বিষয়ে মামলার বাদীদের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।

190


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর