সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি’র নেতার বিরুদ্ধে দোকান ভাংচুরের অভিযোগ জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু সোনারবাংলা ইয়ুথ ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যশোার সরকারি মুরগি খামারে বার্ডফ্লু শনাক্ত হওয়ায় সর্বত্র সতর্কতা ভাঙ্গুড়ায় বৃদ্ধকে পিঠে ছুরি বসিয়ে দিল যুবক বেনাপোলে ঈদে আমদানি বন্ধ থাকায় ফলের দাম বেড়েছে ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভিড় সুজানগরে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু সুন্দরগঞ্জে বরপক্ষকে ঠান্ডা ভাত দেয়ায় সংঘর্ষ ভাংচুর

কোনাবাড়িতে সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মানিকের নামে অপ্রচার

নিজস্ব প্রতিবেদক / ৩২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন নুর কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক) অপ্রচার চালাচ্ছে কতিপয় কিছু ব্যাক্তি।

এ বিষয়ে কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন নুর বলেন, অতি শীঘ্রই কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হবে।

আমি কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং সামনে যে কমিটি গঠন করা হবে সেই কমিটির সদস্য সচিব পদপ্রার্থী এ কারনে কতিপয় কিছু ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যম (গাজীপুর ক্রাইম নিউজ) ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

মানিক হোসেন নুর আরও বলেন, ছাত্রজীবন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে জড়িত। বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের হাত ধরে ২০১২ সাল থেকে সাবেক কোনাবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবকদলের একজন কর্মী হিসেবে কাজ শুরু করি এরপর আরিফ হোসেন হাওলাদার সভাপতি ও শাহাদাত হোসেন শাহীন সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে গাজীপুর মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য হিসেবে দায়িত্ব লাভ করি পরবর্তীতে ২০২১ সালে কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেয় সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি।

এরপর থেকে দলীয় দলীয় শৃঙ্খলা মেনে দলের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ঠিকমতো বাড়িতে থাকতে পারিনি বিভিন্ন জায়গাতে লুকিয়ে থেকে দলের কর্মসূচি পালন করেছি যতটুকু সম্ভব ছিল কর্মীদেরকে সাথে নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছি আন্দোলন বাস্তবায়ন করেছি এবং জুলাই আগস্ট আন্দোলনের সময় গাজীপুর কোনাবাড়িতে দলের নেতা কর্মীদের সাথে নিয়ে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তুলেছি এছাড়া দলের দুঃসময়ে ঢাকার প্রতিটি দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহণ করেছি। কোনাবাড়ি থানা সেচ্ছাসেবক দল কে সু-সংগঠিত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কতিপয় কিছু ব্যাক্তি ঈর্ষানিত হয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে খুব দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর