গাজীপুর মহানগর বিএনপির বৈশাখী শুভাযাত্রা

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলা নর্ব ১৪৩২ বঙ্গাব্ধ বরণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে গাজীপুর মহানগর বিএনপি । সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে থেকে র্যালীটি বের করা হয় ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোড় হয়ে ভোগড় বাইপাস দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ । গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে গ্রাম বাংলার ঐতিহ্য মহিষের গাড়ী, পালকীসহ পাথায় মাথাল দিয়ে নেতা কর্মীরা অংশ নেয় । র্যালীতে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেয় ।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। তারা আরও বলেন, এমন আয়োজন যেন প্রতি বছর আরও ব্যাপক পরিসরে হয়, এটাই সকলের প্রত্যাশা।