শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জুন, ২০২৫

গাজীপুরসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর ৭ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ সালাউদ্দিন।

ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা’।

তিনি বলেন,ত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আজহা আমাদের পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে। এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসি, সেটাই হোক আমাদের মূল বার্তা।” তিনি বলেন, “বর্তমান সময়ে জাতি এক কঠিন সংকট পার করছে। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দেশকে শান্তি, স্থিতি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর