গাজীপুরে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে গাজীপুর জেলা রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো.ইজাদুর রহমান মিলন। সদস্য বহিস্কৃত বিএনপির এই নেতা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নাজমুল আলম জুয়েল (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি পেয়েছেন ১৬ হাজার ৭৬৪ ভোট।
কালিগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৫৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা (তালা) প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাঁস) প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শর্মিলী দাস (কলস) প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট।
কাপাসিয়ায় গাজীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান চেয়ারম্যান পদে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপাসিয়া উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাহার ২২৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী (টিয়া) প্রতীকে ৪৭ হাজার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী মো ইমান উল্লাহ শেখ (তালা) প্রতীকে ২০ হাজার ১০১ ভোট পেয়েছেন।