শিরোনামঃ
জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতি ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে : শফিকুর রহমান হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট সড়কে গাড়ির গতি বেঁধে দিল সরকার জাতিসংঘের দুর্নীতি প্রতিরোধী সংস্থার সদস্য হলো বাংলাদেশ মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে: প্রধানমন্ত্রী ঝিকরগাছায় পেপারভর্তি কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১ গাজীপুরে ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা উল্লাপাড়ায় সিএনজিচালিতঅটোরিকশার সাথে পিক-আাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত বেনাপোলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে খলিলুর রহমান পুনরায় বিজয়ী বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় আমিরাত জুনের মধ্যে ৭০ ভাগ ধান-চাল সংগ্রহের নির্দেশ পেঁয়াজের বাজারে স্বস্তি ॥ দাম কমছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএম কার্যকর ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে উন্নয়ন হয়েছে, বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ

গাজীপুরে ৫ আসনে বিজয়ী হলেন যারা 

কলমের বার্তা / ১১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ টি আসনের মধ্যে ৪টিতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী হয়েছেন গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক (নৌকা), গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল (নৌকা), গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি (নৌকা), গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি (নৌকা) এবং গাজীপুর-৫ আসনে আক্তারুজ্জামান স্বতন্ত্র (ট্রাক) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটারিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ।
ঘোষিত ফলাফল অনুযায়ী গাজীপুরে-১ আসনে বিজয় প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২৩৭টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মোঃ রেজাউল করিম রাসেল পেয়েছেন ৯২ হাজার ৯৮৮ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী  আ ক ম মোজাম্মেল হক ১৬ হাজার ৪৩০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৩০ দশমিক।
গাজীপুর-২ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামিলীগের মো: জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক নিয়ে ২৭২ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আলিমুদ্দিন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ জাহিদ আহসান রাসেল ২০ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩৭ ভাগ।
গাজীপুর-৩ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামিলীগের
রুমানা আলী টুসি নৌকা প্রতীক নিয়ে ১৮০টি ভোট
কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইকবাল হোসেন সবুজ  (ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রুমানা আলি টুসি ২৪ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭.৪৭ ভাগ।
গাজীপুর-৪ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌক)প্রতীক নিয়ে মোট ১২২ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোট ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সিমিন হোসেন রিমি ৪৫ হাজার ৬৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৩ দশামিক ৯৭ ভাগ।
গাজীপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। তিনি ট্রাক প্রতীক নিয়ে ১২৪ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোট ভোট পেয়েছেন ৮২ হাজার ৭২০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহের আফরোজ (চুমকি) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার
৭৮৩ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আখতারউজ্জামান ১২ হাজার ২৪৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৬৯ ভাগ।
ফলাফল ঘোষণার পর জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন,একটি সুষ্টু, সুন্দর,ভোট আয়োজন সম্পন্ন করতে গাজীপুরের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার,বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ  সকলে যে সহযোগিতা করেছেন  এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সৈয়দ ফয়েজুর ইসলাম, গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
128


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর