জনস্বার্থে ভয়েস অব কাজিপুরের ১১৫ টি নলকূপ স্থাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুর উপজেলার বিভিন্ন গ্ৰামে নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে বাজার, ধর্মীয় উপাসনালয়, বাড়ি ও জনবহুল উন্মুক্ত স্থানে ১১৫ টি নলকূপ স্থাপন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ভয়েস অব কাজিপুর। গত শুক্রবার (১৬ মে) কাজিপুর উপজেলা এলাকায় নলকূপ স্থাপন উদ্ভোধন করেন সংগঠনটির
সভাপতি জান্নাতুল হক শাপলা ও সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ। এ সময় ভয়েস অব কাজিপুর এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান,”বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করার লক্ষ্যে কাজিপুর উপজেলার বিভিন্ন বাজার,শিক্ষা প্রতিষ্ঠান,উপাসনালয় সহ লোকসমাগম হয় এরকম স্থানে নলকূপ স্থাপন ও পাকাকরণের কাজ চলমান আছে। আর্সেনিক ও আয়রনমুক্ত নিরাপদ পানির এই নলকূপ সবার জন্য উন্মুক্ত রয়েছে যাতে সর্বস্তরের জনসাধারণ এই সেবা পায়।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক হক পাইন জানান, “২০১২ সাল থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছি, তারই অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত ১১৫ টি নলকূপ স্থাপন ও পাকা করনের কাজ সম্পন্ন করেছি সহ-সভাপতি এস এম শাহীন রেজা এ কাজে অর্থায়ন করেছে। এরপর দূর্গম চরাঞ্চলে এই কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য”। চলমান এ প্রক্রিয়ায় নবম ধাপে কাজিপুর উপজেলার শুভগাছা, গান্ধাইল, কাজিপুর, মাইজবাড়ী, চালিতাডাঙা, সোনামুখী ইউনিয়নে ১৫ টি নলকূপ স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম মিন্টু, আনিসুর রহমান, আব্দুল মজিদ বাবু,অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক আশরাফ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মুনতাসীর মেহেদী, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আল আমিন, সদস্য নুরুজ্জামান সহ আরো অনেকে।