মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

জেলা রেজিস্টার এক হাতে সিগারেট-অন্যহাতে ফাইল সহি করেন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করেন লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ। তার এক হাতে সিগারেট অপরহাতে ফাইল সহি করেন।

জানা গেছে, সরকারী বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধুমপান আইনত দ্বন্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়। ধুমপান কমাতে ২০০৫ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধকল্পে পাবলিক প্লেসে ধুমপান করলে ৫০ টাকা জরিমানার বিধান করা হয়। যা পরবর্তিতে ২০১৩ সালে জরিমানার পরিমান বাড়িয়ে ৩শত টাকা করা হয়েছে। এ আইনে ধুমপায়ীদের জন্য সেভজোন করার সুপারীশও করা হয়েছে। সেই থেকে যানবাহন, লোক জনসমাগম স্থল এবং সরকারী বেসরকারী সকল কার্যালয়ে ধুমপান নিষিদ্ধ করা হয়।

সরকার ধুমপান রোধে আইন প্রনায়ন করলেও সরকারী অফিসে বসেই সরকারি কর্মকর্তাদের চলছে আয়েশী ধুমপান বা সুখটান। লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন। তার এক হাতে সিগারেট অন্যহাতে সহি করেন সেবা গ্রহীতাদের ফাইল। মুলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে বীরদর্পে অফিসে বসেই ধুমপান করেন তিনি। অফিসে বসে ধুমপান করার একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। ধুমপানের দুর্গন্ধে তার কক্ষে অনেকেই প্রবেশ করতে চান না। সিগারেটের দুর্গন্ধে নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ তার কক্ষে প্রবেশ করেন না বলে সেবা গ্রহীতাদের অভিযোগ।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন নীকাহ রেজিস্টার বলেন, আমাদের ভলিয়ম বহি সহ বিভিন্ন কাজে প্রায় জেলা রেজিস্টারের কক্ষে যেতে হয়। সেই অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান আমাদের জেলা রেজিস্টার। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক না কেন তিনি সবার সামনেই ধুমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মওলনা আমজাদ হোসেন বলেন, স্যারকে সিগারেট খেতে দেখিনি। তবে তার কক্ষটিতে প্রচুর সিগারেটের দুর্গন্ধ। আমরা মওলনা মানুষ, সাধারন লোকজনও আমাদের দেখে সিগারেট সেভ করেন। যখন রেজিস্টার স্যারের কক্ষে যাই তখন রুমে এয়ার ফ্রেসনার স্প্রে করেন। তবুও দুর্গন্ধ বুঝা যায়।

লালমনিরহাট জেলা রেজিস্টার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, দুপুরের খাবারের পরে সিগারেট খেয়েছি। তখন হয়তো কেউ ভিডিও করেছে। অফিসে বসে প্রকাশ্যে ধুমপান অপরাধ কি না? -এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর