শিরোনামঃ
প্রচার-প্রচারের শেষ দিনে সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের ব্যাপক শোউন ও ভোট প্রার্থনা অবশেষে শার্শা-বেনাপোলে দেখা মিলল কাঙ্খিত বৃষ্টি অবশেষে ‘অবৈতনিক’ হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি সংকটেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল সুদের হার বাজারভিত্তিক করা হবে গভর্নর সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৮ হাজার কোটি টাকা বেড়েছে প্রবাস আয় বাড়ানোর জন্য রেমিট্যান্স কার্ড প্রবর্তনের সুপারিশ ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধার পরিবারকে আবাসন সুবিধা দেবে সরকার প্রত্নসম্পদের ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড মেয়াদোত্তীর্ণ ইউনিয়নে বসবে প্রশাসক রোহিঙ্গা মামলা চালাতে আর্থিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য উল্লাপাড়ায় ফিতা পাইপ প্রদর্শনী ও মাঠ দিবস পালন লালমনিরহাট পশু হাসপাতালে ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান ভোগান্তিতে খামারি! হুমকিতে আমচাষী থানায় জিডি জবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে হৃদয় হোসেন রানা লালমনিরহাটে মাদক কারবারে বাঁধা-শালিসি বৈঠকে ইউপি সদস্যকে মারধর! রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতা ও ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন! বেলকুচিতে ভাইরাল ভিডিওকে গুজব ও পুলিশের মামলাকে মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন

সাইদুল ইসলাম, ঝালকাঠি:

ঝালকাঠিতে কবি লিটন তালুকদারের কাব্য গ্রন্থ “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” এর মোড়ক উন্মোচন

কলমের বার্তা / ১৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

ঝালকাঠির উদেয়মান লেখক ও কবি লিটন তালুকদার কবিতা সংকলন নিয়ে প্রকাশিত “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” শীর্ষক কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উম্মেচন করা হয়েছে।

বিশ্ব জুড়ে যুদ্ধ-বিদ্রোহ, মানব বিধ্বংসী অস্ত্রের আঘাতে ঝড়ছে তাজা প্রাণ, রক্তাক্ত হচ্ছে পৃথিবীর জমিন, বিপর্যস্থ মানবতাকে প্রতিপাদ্য করে লেখা হয়েছে “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ” গ্রস্থটি। মঙ্গলবার সকাল ১১টায় আমিনুল ইসলাম লিটন তালুকদার রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থটির মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার।

পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভ্ইাস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হুমায়ুন কবীর সাগর, আব্দুল কুদ্দুস হাওলাদার, হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মহসিন রেজা, নাজমুল হাসান প্রমুখ।

মোড়ক উন্মেচন শেষে লেখক ও কবি আমিনুল ইসলাম লিটন তালুকদার তার প্রতিক্রিয়ায় জানান, সফেদ ক্যানভাসে রক্তের ছোপ বইটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। কবিতার মাধ্যমে রাগ ক্ষোভ, প্রতিবাদ, ভালোবাসা আর মানবতা সবকিছুই ফুটিয়ে তোলা সম্ভব। কবিতার মাধ্যমে মানুষের বিবেককে নাড়া দেয়াই আমার রচিত কবিতাগুলোর মূল উদ্দেশ্য।

তিনি আরো বলেন, মহান ¯্রষ্টা আমাদের একটি নিষ্কলুষ বাসযোগ্য পৃথিবী দিয়েছেন। অথচ আমরা নিজেদের কায়েমী স্বার্থে দেশ-দেশে, মানুষে-মানুষে যুদ্ধের মাধ্যমে রক্তের বন্যা বইয়ে দিচ্ছি। সৃষ্টিকর্তার দেয়া সফেদ শুভ্র ক্যানভাসকে আমরা অক্ষত রাখতে পারিনি।

যা আমার হৃদয়ে আঘাত করে। সেই রক্তক্ষরন থেকেই আমার কাব্য গ্রস্থটি রচনা। তাই তো আমার আকুতী “সফেদ ক্যানভাসে রক্তের ছোপ লাগিয়েছো হে নরাধম, জাহান্নামে কাটিবে তোমার পরজনম।”

62


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর