ধানের রোগ বালাই রক্ষায় কৃষি কর্মকর্তার পরামর্শ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মাঠে মাঠে সোনালী ধানের শীষ বাতাসে দুলছে। আর মাঠে ধানের পাকা শীষ দেখে আশায় বুক বেঁধেছে কৃষকরা। পাকা বোর ধানে ভরা মাঠ ফলনের স্বপ্ন দেখাচ্ছেন কৃষকদের। আর কয়েকদিন পরেই মাঠের বোর ধান কাটা ও মাড়াই শুরু হবে।
আর এ অবস্থায় বিভিন্ন রোগ ছরিয়ে পড়তে পারে কৃষকের আবাদি ফসলে। এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে মাঠে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ মাহমুদ।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন মাঠে কৃষকদের নিয়ে বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করছেন।সেই সাথে কৃষকদের নিয়ে ধানের বাল্স্ট, খোলপোড়া, বিপিএইচ নিয়ে আলোচনা করছেন। ভাল ফলনের জন্য প্রয়োজনীয় কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,উপজেলা জুড়ে চলতি মৌসুমে বোর ধান আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৩০ হাজার ২৪০ হেক্টর। আর আবাদ হয়েছে ৩০ হাজার ২৫০ হেক্টর জমিতে। যা চাউল উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৮০ মেট্রিকটন।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ মাহমুদ বলেন,আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি চাষিদের ফসলে রোগজীবাণু মুক্ত রাখতে।
কৃষক হাফিজুর রহমান ও দুলাল মিয়া বলেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ মাহমুদ তিনি মাঠে মাঠে গিয়ে সরেজমিনে দেখে পরামর্শ দিচ্ছেন। আমরা উনার পরামর্শ অনুযায়ী কাজ করছি।