মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম

নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে তিন বেকারিকে কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ২১ এপ্রিল (সোমবার) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে (কেক) ১০ হাজার টাকা এবং রয়না এলাকার নিউ কুমিল্লা বেকারিকে (কেক) ১০ হাজার টাকা ও রাবেয়া বেকারিকে (ব্রেড ও বিস্কুট) ১০ হাজার টাকা  জরিমানাসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এসময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয় বিএসটিআইয়ের পক্ষ থেকে।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছে বিএসটিআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর